গোলাম মাওলা রনিকে কি অনুরোধ করেছিলেন ওবায়দুল কাদের ?

সম্প্রতি একটি টকশোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচিত এই টকশোতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি দাবি করেন,

একসময় ওবায়দুল কাদের তাকে হাত ধরে অনুরোধ করেছিলেন যেন রনি তার (কাদেরের) প্রসঙ্গে টকশোতে কথা বলেন।গোলাম মাওলা রনি টকশোতে বলেন, “একদিন ওবায়দুল কাদের সাহেব আমার হাত ধরে বললেন,

‘রনি, তুমি আমার ব্যাপারে মাঝে মাঝে কিছু বইলো। তোমার টকশো প্রধানমন্ত্রী দেখেন’। রনির এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের প্রভাব হিসেবে দেখছেন।

ওবায়দুল কাদেরের মতো উচ্চপর্যায়ের একজন নেতার এমন অনুরোধ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। এটি বোঝায়, টকশোর মতো প্ল্যাটফর্মগুলো এখন শুধু জনমত গঠনের মাধ্যম নয়, বরং রাজনৈতিক নেতাদের কাছে তা রাজনৈতিক বার্তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *