
ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছে যে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে সেখানে সেনাবাহিনী পাঠানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা উচিত।
সোমবার (৩০ ডিসেম্বর) দিল্লির জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, “ভারত শ্রীলঙ্কার গৃহযুদ্ধ বন্ধ করতে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল, তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী পাঠানো উচিত।
এছাড়া, সংগঠনটি আরও দাবি করে যে, বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও অত্যাচারের মাত্রা বর্তমানে অত্যন্ত উচ্চতায় পৌঁছেছে এবং দেশটির পুলিশ ও প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই পরিস্থিতি মোকাবেলা করতে ভারতকে “সামরিক পদক্ষেপ” গ্রহণ করাই একমাত্র সমাধান হতে পারে।
এর আগে, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিল্লিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে বাংলাদেশ হাইকমিশনের দিকে পদযাত্রা করেছিল। তবে নিরাপত্তাজনিত কারণে দিল্লি পুলিশ তাদের দূতাবাস ভবন পর্যন্ত যেতে দেয়নি।
এই ধরনের বিতর্কিত দাবি এবং ঘটনা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর ওপর ভারতের হস্তক্ষেপের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করতে পারে।