এই সুযোগ হাতছাড়া হলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে: উপদেষ্টা সাখাওয়াত

কিছু সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে বলে মনে করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আমরা যদি এখন কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর সম্ভব না। যদি আমরা কিছু সংস্কার না করি তাহলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় হবে।’

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে।’

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে সংস্কার লাগবে। একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু উদ্যোগ নিচ্ছেন, কিন্ত তা পর্যাপ্ত নয়। রাজনৈতিক দলগুলো এখনও বিতর্কিত ব্যবসায়ীদের টাকায় চলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *