মসজিদ-অফিসে এসি চালানোতে সরকারি নির্দেশনা, না মানলেই লোডশেডিং!

আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য মসজিদ, সরকারি ও বেসরকারি অফিস এবং বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ফাওজুল কবির খান জানান, এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে একটি নির্দিষ্ট টিম গঠন করা হয়েছে। এই টিম এসির ব্যবহারে কোনো ধরনের অসামঞ্জস্যতা আছে কিনা তা পর্যবেক্ষণ করবে।

জ্বালানি উপদেষ্টা সতর্ক করে বলেন, এসির তাপমাত্রা নির্দিষ্ট ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা না হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিভাগ লোডশেডিং কার্যকর করবে। এসময় রমজান মাসে ইফতার, তারাবি এবং সেহরির সময় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *