রি’মা’ন্ডে দেয় দিক, কিছু বলবি না: দীপু মনি

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রিমান্ড শুনানির সময় তার আইনজীবীকে নিষেধ করেন। তিনি বলেন, “যা রিমান্ড দেয় দিক। শুনানিতে কিছু বলবি না। কিছু বলার দরকার নেই।” তার আইনজীবী তখন জানান, “আপা, শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি। কোনো শুনানি করব না।”

এদিন সকালে দীপু মনিসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। সকাল পৌনে ১০টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপু মনির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে ১০টা ২৫ মিনিটে পুলিশ প্রহরায় আদালত থেকে দীপু মনিকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *