ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার ‘সৈকত’

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে আর বাকি দুই ম্যাচ। বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই ম্যাচেই আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে।

প্রথম দিন ম্যাচ শেষে সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় শুরু সিরিজের চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট। এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

সিরিজের শেষ তথা পঞ্চম টেস্টে থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সিডনিতে ম্যাচটি শুরু হবে আগামী ৩ জানুয়ারি। এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এ ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন তিনি।

ম্যাচে তার দেয়া ৮ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয় দুই দল। এরপর সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ার। গত অক্টোবরে পাকিস্তান–ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

এটি ছিল বিদেশের মাটিতে তাঁর প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিরিজ। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত তিনি আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন সৈকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *