
মাত্র এক মাসের ব্যবধানে আবারো ভারতের পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল বাংলাদেশি একটি জাহাজ। শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় ডুবে যায় একটি ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ। জাহাজটির নাম এমভি সি ওয়ার্ল্ড, যা কিং ওশান শিপিং লাইন্স নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন।
জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথের মধ্যে হঠাৎ করে জাহাজের তলায় একটি বিকট শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে, এবং ধীরে ধীরে এটি নদীতে তলিয়ে যেতে থাকে। বর্তমানে জাহাজটি সম্পূর্ণরূপে নদীতে ডুবে গেছে।
তবে, অত্যন্ত সৌভাগ্যবশত, জাহাজটির ১৬ সদস্য বিশিষ্ট ক্রুদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ক্রু সদস্যদের সকলেই সাগর থানার পুলিশের আশ্রয়ে আছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
জাহাজের মালিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং তাদের নির্দেশনা পাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু হবে। হুগলি নদীর এই অংশটি জাহাজ চলাচলের এক গুরুত্বপূর্ণ রুট হওয়ায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এক মাসের মধ্যে আবার একটি বাংলাদেশি জাহাজ পশ্চিমবঙ্গের নদীতে ডুবলো। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবাড়িয়া সংলগ্ন গঙ্গায় ডুবে যায় বাংলাদেশি একটি জাহাজ, যার নাম ছিল এডি বছিরউদ্দিন কাজি। এটি ত্রিবেণী ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরছিল।
এক মাসেরও কম সময়ের মধ্যে এমন একাধিক দুর্ঘটনা একে অপরকে অনুসরণ করেছে, যা উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়।