আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেলো বিএনপি নেতাকর্মীরা

শহরে পুলিশকে ঘেরাও করে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটে।

আটক ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মান্নান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও কুতুবদিয়া পাড়ার মৌলভি আহামুদুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র ও ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, রবিবার সন্ধ্যায় পুলিশের একটি টিম স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে কবিতা চত্বর সড়ক থেকে আটক করে।

পরে তাকে নিয়ে থানায় নেওয়ার পথে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, বিএনপি নেতা মুন্না, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আলম নুর, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মানিক, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তারেক, ইয়ার মোহাম্মদ গুরা মিয়া,

আওয়ামী লীগ নেত্রী রুজিনার সহযোগী রায়হান ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘেরাও করে। তারা মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ বিষয়ে সাবেক কাউন্সিলর আকতার কামাল আযাদ বলেন, আমার ভাই কোনো মামলার আসামি নন।

পুলিশ সন্দেহের বশে রাস্তায় জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ওখানে জড়ো হয়। ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিএনপি নেতা নূর উদ্দিন বলেন, আমি অসুস্থ, এসব বিষয়ে আমি কিছুই জানি না। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, স্বেচ্ছাসেবক লীগের এক নেতার অবস্থান জেনে পুলিশ অভিযানে যায়।

তাকে পাওয়ার পর থানায় নিয়ে আসছে দেখে স্থানীয় নারী-পুরুষ মিলে বিপুল মানুষের উপস্থিত হয়। সংখ্যায় কম হওয়ায় ঊর্ধ্বতনদের নির্দেশনায় পুলিশ ব্যারিকেড না দিয়ে ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *