এবার হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার সুযোগ করে দিলো ভারত

ভারত সরকার বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদি আবাসন অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উচ্চপদস্থ সূত্র।

তবে অনুমতির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিছু সূত্র জানিয়েছে, এটি সম্ভবত এমন একটি “আবাসিক অনুমতি” হতে পারে যা নির্বাসনে থেকেও স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমতি জারি করছে বলে জানা গেছে। তবে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র বলছে, ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয়

দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও আইন না থাকায় এই বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে। একইসঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি করা হলেও, তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় গণমাধ্যমকে জানান, তাঁর মা রাজনৈতিক আশ্রয় চাননি এবং তিনি হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন। ভারতে অবতরণের সময় তাঁর ভিসা বৈধ ছিল।

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব: তুরস্কের প্রেসিডেন্ট

গাজায় শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ‘গাজায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’ সিরিয়ার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি

বলেন, ‘৬১ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পর সিরিয়া যেভাবে মুক্ত হয়েছে, আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।’ খবর ইয়েনি শাফাক।

তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে, গাজা একা নয়। গত ১ জানুয়ারি, আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা

দিয়েছে।’ বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি আরও বেশি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান আশা প্রকাশ করেন, ‘২০২৫ সাল গাজার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী হামলা শুরু করে। এক বছরের অধিক সময় ধরে চলা এ হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

গাজায় যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনি নাগরিকদের অধিকারের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে।

ফিলিস্তিন নিয়ে তুরস্কের দীর্ঘমেয়াদি লক্ষ্য, ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা।

নারী হওয়ায় জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সাথে হাত মেলালেন না সিরিয়ার নেতা

নারী ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আলোচনা করতে সিরিয়া সফর করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তার সঙ্গে ছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো।

তারা সিরিয়ার ডি-ফ্যাক্টো শাসক এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান আহমেদ হুসেইন আল-শারার সঙ্গে বৈঠক করেন। শুক্রবার (০৩ জানুয়ারি) এই বৈঠকের শুরুতেই একটি অস্বস্তিকর ঘটনা ঘটে। আল-শারা ফরাসি মন্ত্রীর সঙ্গে করমর্দন করেন। কিন্তু বেয়ারবকের দিকে হাত বাড়াননি।

তিনি বেয়ারবকের সামনে নিজ বুকে হাত রেখে সম্মান জানান। খবর আরটি। প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আল-শারা একজন কট্টর ইসলামি বিশ্বাসী। তিনি নারীদের সঙ্গে করমর্দন করেন না। এজন্যই তিনি বেয়ারবকের সঙ্গে হাত মেলাননি।

বেয়ারবক এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, আমি জানতাম, হাত মেলানো আশা করা ঠিক হবে না। ফরাসি মন্ত্রীও হাত না মেলানোর বিষয়ে সিরিয়ার নেতা আল-শারার সঙ্গে একমত ছিলেন।

বৈঠকে নারীর অধিকার নিয়ে আল-শারার সঙ্গে দুই মন্ত্রী কথা বলেন। ফরাসি মন্ত্রী বারো এক্স-এ এক পোস্টে উল্লেখ করেন যে, সিরিয়ার নতুন প্রশাসন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহী জোটের আকস্মিক আক্রমণে সিরিয়ার সেনাবাহিনী কয়েক দিনের মধ্যে পরাজিত হয়। এর ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

এদিকে সব ইস্যুকে ছাপিয়ে আল-শারার করমর্দন এড়ানোর বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।

বিনামূল্য ফ্লাট গ্রহণে মন্ত্রীত্ব যেতে বসেছে টিউলিপ সিদ্দিকের!

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট প্রদান করেছেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। ওই ফ্ল্যাটের জন্য টিউলিপ কোনো অর্থ পরিশোধ করেননি। এই ফ্ল্যাটের বিনিময়ে কিছু নেয়া হয়নি। বিষয়টি নিয়ে যখন সংবাদ প্রকাশিত হয়, তখন তাকে নিয়ে ক্রমাগত চাপ বাড়ছে।

ডেইলি মেইলে বলা হয়েছে, টিউলিপের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি করেছে টোরি দল। তারা বলেছেন, টিউলিপকে তার সম্পত্তির লেনদেন সম্পর্কে পরিষ্কার অবস্থান নিতে হবে। তা ব্যাখ্যা না করলে তার মন্ত্রিত্ব অযোগ্য হয়ে যাবে।

ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় এই ফ্ল্যাটটি পেয়েছিলেন। এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ৯ কোটি ৭৯ লাখ টাকা)।

এক সূত্র জানিয়েছে, আবদুল মোতালিফ, যিনি বর্তমানে ৭০ বছর বয়সী, এই ফ্ল্যাট টিউলিপকে উপহার দিয়েছিলেন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে, কারণ টিউলিপের পরিবার তাকে আর্থিকভাবে সাহায্য করেছিল।
আরও একটি ফ্ল্যাটের খবর প্রকাশিত হয়েছে, যেখানে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তিকে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল।

ওই ফ্ল্যাটটি ২০০৯ সালে মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী আজমিনাকে উপহার দিয়েছিলেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার উপর দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চাপ রয়েছে।

কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সেনার প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলায় ভারতীয় সেনাদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় আহত সেনাদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত মর্মান্তিক এ দুর্ঘটনায় তিন সাহসী সেনা প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

এর আগে, গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়। ওই সময় রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় সেনাদের বহনকারী গাড়ি। এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন আ. লীগের ঘনিষ্ঠজন, মিলল পরিচয়ও

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ।

যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। ফ্ল্যাটটি ২০০১ সালে ১ লাখ ৯৫ হাজার পাউন্ড দিয়ে কেনা হয়। বর্তমান দাম নথিতে উল্লেখ না থাকলেও একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

টিউলিপ সিদ্দিকের মুখপাত্র বলেছেন, এই সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কোনো সম্পর্ক আছে বলে যে ধারণা করা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। অন্যদিকে, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন যে তিনি কিংস ক্রসের এই ফ্ল্যাটটি কিনেছিলেন।

তবে এটি টিউলিপের কাছে হস্তান্তরের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা-বাবা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের মালিকানায় থাকা ‘একটি সম্পত্তি’ টিউলিপকে দিয়েছিলেন।

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবরটি সামনে এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে টিউলিপ ও তার পরিবার অর্থ আত্মসাতের এই অভিযোগ অস্বীকার করেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা দেশের ব্যাংকের অর্থ নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সিঙ্গাপুরে সম্পত্তি কিনেছেন। এ অভিযোগগুলোও অস্বীকার করেছেন তারা।

যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ২০০০ সালের শুরুর দিকে টিউলিপ সিদ্দিক কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন। এর পরবর্তী কিছু বছর সেখানে তার ভাই-বোনেরা থাকেন। সংসদ সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। বর্তমানে ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধনসংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাট টিউলিপকে দেওয়ার আগে মঈন গণি নামের এক আইনজীবীকে সেখানে থাকতে দিয়েছিলেন আবদুল মোতালিফ। মঈন গণির সঙ্গে শেখ হাসিনার ছবি রয়েছে।

তবে যোগাযোগ করা হলেও মঈন গণি কোনো মন্তব্য করেননি। দক্ষিণ-পূর্ব লন্ডনে আবদুল মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের একজন ব্যক্তি বসবাস করছেন। মজিবুল ইসলামের বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মোতালিফ এবং মজিবুল দুজনই একই ঠিকানায় বসবাস করার কথা ফিন্যান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্র অনুযায়ী, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে এমপি নির্বাচিত হওয়ার আগেই কিংস ক্রসের ওই ফ্ল্যাটটি পেয়ে ছিলেন। এর মানে হলো, নির্বাচনে দাঁড়ানোর সময় তাকে এই ফ্ল্যাটের বিষয়ে কোনো তথ্য জমা দিতে হয়নি। ২০১৮ সালে, টিউলিপ সিদ্দিক ৯০ হাজার পাউন্ডে কিংস ক্রসের ফ্ল্যাটটির লিজ বাড়িয়েছিলেন।

এছাড়া, তিনি তার স্বামীর সঙ্গে মিলে ৮ লাখ ৬৫ হাজার পাউন্ডে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকায় একটি ফ্ল্যাট কেনেন। ভূমি নিবন্ধন নথি অনুযায়ী, এখন আর কোনো মর্টগেজ নেই এই দুই ফ্ল্যাটে। একটি সূত্র জানিয়েছে, পাঁচ বছর পর, সিদ্দিকের স্বামী নিজেদের টাকায় তাদের ফ্ল্যাটটির বাকি মর্টগেজ পূর্ণভাবে পরিশোধ করেছিলেন।

হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ পেয়েছে নয়াদিল্লি, নিশ্চিত করে যা বললো ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর অনুরোধ পেয়েছে ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা অনুরোধ পেয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’

নোবেল বিজয়ী প্রোফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠানোর পর আজ ভারত এ প্রতিক্রিয়া জানালো।

এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পালিয়ে ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। নিজের দীর্ঘ শাসনামলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ প্রাণহানির একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হোক এবং এটাই আমাদের আবেদন।

নতুন বছরে বদলে গেল ব্যাংক খোলা ও বন্ধের সময়সীমা

ভারতে ব্যাঙ্কার্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক খোলা বন্ধের নিয়ম চালু করা হয়েছে।

নিয়ামনুযায়ী ভারতের মধ্যপ্রদেশের সিদ্ধানুযায়ী ব্যাঙ্কিং পরিষেবা উন্নত করার লক্ষ্যে এখন থেকে ভারতের সরকারি ব্যাংক একই সময়ে খুলবে এবং বন্ধ হবে।

অর্থাৎ নতুন বছরের ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়ে এখন চলমান রয়েছে। । সিদ্ধান্ত মোতাবেক সমস্ত ব্যাংক সকাল ১০টায় খুলবে। এবং বিকাল ৪ টায় বন্ধ হবে।

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সভায় এই সিদ্ধান্তে সীলমোহর দেওয়া হয়েছে। কমিটির বিশ্বাস, এর ফলে গ্রাহকদের সুবিধা হবে। আগের থেকে সুসংহত হবে ব্যাঙ্কিং পরিষেবাও।

ব্যাপক সংঘর্ষ শুরু, ১৯ পাক সেনার নিহিত

পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায়। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক

নাগরিক নিহত হয়েছেন।চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে,

পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে। গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাক বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন

তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন। আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে।

প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দিবে বাংলাদেশ! উদ্বেগ ভারতের

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর বাংলাদেশে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘিরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এ পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

আনন্দবাজার আরো জানিয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা চলছে। তার অংশ হিসেবেই রাওয়ালপিন্ডি সেনাসদরের কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী ফেব্রুয়ারি ২০২৫ থেকে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে বাংলাদেশের ১০টি সামরিক কমান্ডে পরিচালিত হবে।

ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা শিলিগুড়ি করিডরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ছাড়া, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা।

আনন্দবাজার জানিয়েছে, গত সেপ্টেম্বরে বাংলাদেশ ৪০ হাজার রাউন্ড বুলেট, ২ হাজার ট্যাঙ্ক শেল এবং ৪০ টন আরডিএক্স পাকিস্তান থেকে আমদানি করেছে। উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নির্মম গণহত্যা চালিয়েছিল।

সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের পুনরায় উপস্থিতি ঐতিহাসিক দিক থেকেও বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা