একের পর এক নিষেধাজ্ঞা, দিশেহারা ভারত!

পশ্চিমাদের একরে পর এক নিষেধাজ্ঞায় ভয়ানক চাপে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই নরেন্দ্র মোদিকে বন্ধু বলে সম্বোধন কুরন না কেন ঠিকই মোদির উপর শুল্ক আরোপ আর নিষেধাজ্ঞার খড়গ ছাপিয়ে দিয়েছেন।

শুধু যুক্তরাষ্ট্র কেন যুক্তরাজ্য, ইইউর নিষেধাজ্ঞার কপটে পড়েছে বেশ কিছু ভারতীয় কোম্পানি। এর মধ্যে আছে জয়পুরভিত্তিক ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইউনিসিয়া ইমপেক্স প্রাইভেট লিমিটেড, রুশ বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়েছে সেমাবার এই কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনছে লন্ডন এবং ব্রাসেলস কর্তৃপক্ষ।

শুধু তাই নয় ইইউর নিষেধাজ্ঞার আওতায় এসছে প্রতীক কর্পোরেশন যেটি মুম্বাইভিত্তিক একটি কোম্পানি যেটি মোটরগাড়ি পণ্য তৈরি করে থাকে। আরটি বলছে রাশিয়া এবং ইরানের সাথে বাণিজ্য করায় এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো।

পুলিশে বড় রদবদল, একযোগে ৫৩ কর্মকর্তাকে বদলি!

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযোগে ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলিদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত এসব কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায়, ৮ এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির খো. ফরিদুল ইসলামকে র‍্যাবে, ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‍্যাবেসহ ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সিআইডিতে, বিএমপিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতেসহ ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বাহিনীর সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর চারটি থানা (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

কাল থেকে সারাদেশে নতুন রাজনৈতিক দলের ব্যানার আসছে: সারজিস আলম

দেশে নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)” গঠনের ইঙ্গিত দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।

আজ এক ফেসবুক পোস্টে তিনি দলের নাম ঘোষণা করেন এবং কমেন্টে উল্লেখ করেন, “আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।”

এবার সেনাপ্রধান’কে নিয়ে যে মন্তব্য করলেন ‘জুলকারনাইন সায়ের’

দেশের সেনাপ্রধান তো আর বিড়াল না যে মিঁউ মিঁউ করে কথা বলবে- বলে মন্তব্য করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।

তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন হলে

‘জাতীয় শহীদ সেনা দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধানের বক্তব্যের প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

সায়ের লিখেছেন, ” দেশের সেনাপ্রধান তো আর বিড়াল না যে মিঁউ মিঁউ কইরা কথা বলবে। তিনি সৈনিক, সৈনিকের মতোই কথা বলবেন। প্রেম-পিরীতের মিষ্টি আলাপ, আর বাইসেপ দেখায়ে চেঁচামেচি করা তাঁর কাজ না।”

আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেলো বিএনপি নেতাকর্মীরা

শহরে পুলিশকে ঘেরাও করে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটে।

আটক ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মান্নান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও কুতুবদিয়া পাড়ার মৌলভি আহামুদুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র ও ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, রবিবার সন্ধ্যায় পুলিশের একটি টিম স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে কবিতা চত্বর সড়ক থেকে আটক করে।

পরে তাকে নিয়ে থানায় নেওয়ার পথে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, বিএনপি নেতা মুন্না, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আলম নুর, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মানিক, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তারেক, ইয়ার মোহাম্মদ গুরা মিয়া,

আওয়ামী লীগ নেত্রী রুজিনার সহযোগী রায়হান ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘেরাও করে। তারা মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ বিষয়ে সাবেক কাউন্সিলর আকতার কামাল আযাদ বলেন, আমার ভাই কোনো মামলার আসামি নন।

পুলিশ সন্দেহের বশে রাস্তায় জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ওখানে জড়ো হয়। ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিএনপি নেতা নূর উদ্দিন বলেন, আমি অসুস্থ, এসব বিষয়ে আমি কিছুই জানি না। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, স্বেচ্ছাসেবক লীগের এক নেতার অবস্থান জেনে পুলিশ অভিযানে যায়।

তাকে পাওয়ার পর থানায় নিয়ে আসছে দেখে স্থানীয় নারী-পুরুষ মিলে বিপুল মানুষের উপস্থিত হয়। সংখ্যায় কম হওয়ায় ঊর্ধ্বতনদের নির্দেশনায় পুলিশ ব্যারিকেড না দিয়ে ফিরে এসেছে।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে যে ‘বার্তা’ দিলেন সারজিস

বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি বাংলাদেশের ছাত্র আন্দোলনের নতুন দিক উন্মোচন করতে পারে।

বাংলাদেশের জন্য বড় সুখবর দিলো চীন! তবে কি এবার ভারত…

ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমাগত ই তলানিতে পৌঁছাচ্ছে। যেখানে শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছিল চীন এবং পাকিস্তান। তবে এবার কোন ধরনের গোপনীয়তা নয়। সরাসরি বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করলেন চীনের রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত, আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি। এদিকে পাকিস্তানের সাথে সরাসরি বাংলাদেশের বাণিজ্য শুরু হয়ে গেছে। অর্থাৎ ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা পূরণ করতে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান তাদের কাজ শুরু করে দিয়েছে।

চীনের বক্তব্য খুবই স্পষ্ট। এছাড়াও চীনের অস্ত্র উন্নত প্রযুক্তিতে তৈরি যার মূল্য তুলনামূলক কম। দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এটা অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে পারবে । সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল অস্ত্র সরবরাহ নয় বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। চীনের চির প্রতিদ্বন্দী ভারতকে কোণঠাসা করে রাখার কোন সুযোগই হাতছাড়া করবে না তারা। তাই চীন তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েই বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়।

বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে সবকিছু দ্রুত পরিবর্তন হয়। বাংলাদেশের সীমান্তে ভারতের হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে নিজেদের একটি প্রদেশ হিসেবে গণ্য করেছে। তবে এখন পরিস্থিতি বদলেছে নতুন সমীকরণে ক্রমাগতই ভারত থেকে দূরে গিয়ে চীনের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারত কি করতে পারবে সেটাই দেখার বিষয়।

কী ঘটেছিল কক্সবাজার বিমান ঘাঁটিতে, জানাল আইএসপিআর

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটির চেকপোস্টে এক মোটরসাইকেল চালককে আটক করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়ার কয়েকজন দুর্বৃত্ত জড়িত ছিল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটির কাছে সমিতিপাড়ার কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। ঘটনা প্রসঙ্গে জানানো হয়, বিমান বাহিনীর চেকপোস্টে এক স্থানীয় ব্যক্তির মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় প্রভোস্ট সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যান। এ সময় সমিতিপাড়ার প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরবর্তীতে জনসমাগম আরও বাড়লে বিমান বাহিনীর সদস্য ও কিছু দুর্বৃত্তের মধ্যে সংঘর্ষ বাধে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন, যার মধ্যে একজন কর্মকর্তা ও তিনজন বিমানসেনা রয়েছেন। এ ঘটনায় শিহাব কবির নাহিদ নামে এক যুবক গুরুতর আহত হন এবং বিমান বাহিনীর গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআর স্পষ্ট করে জানায়, ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার স্বার্থে বিমান বাহিনীর সদস্যরা Rules of Engagement অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে, তবে কোনোপ্রকার তাজা গুলি ব্যবহার করা হয়নি।’ এ ঘটনায় গুলির যে খোসার ছবি ছড়ানো হয়েছে, সেটি ফাঁকা গুলির (Blank Cartridge) খোসা, যা প্রাণঘাতী নয় এবং কেবল শব্দ তৈরি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাঁটিটির নাম ভুলভাবে “বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা” উল্লেখ করা হচ্ছে, যা সঠিক নয়। ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনে ঘাঁটির নাম পরিবর্তন করে “বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার” রাখা হয় এবং সেটিই বর্তমানে বহাল রয়েছে।

আইএসপিআর এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আজ থেকেই র‌্যাব, পুলিশ ও এন্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান

ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, ‘রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। আজ সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা। না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।’

সোমবার সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘যৌথ বাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। আসলে পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই। কিন্তু যৌথ বাহিনী একটি জয়েন্ট পার্টি।’

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে সমাজবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে। এটি আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় চোরাকারবারি সবাই ধরা পড়ছে।’

আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্মৃতিশীল পরিবেশ বজায় থাক। সেটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

একটা ঝাঁকুনি দিয়ে দেন, কাকে ইঙ্গিত করে বললেন সাংবাদিক ইলিয়াস?

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাসে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা ঝাঁকুনি দিয়ে দেন৷

উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরে ঢাকা সহ সারাদেশে চুরি, ছিনতাই বেড়ে গেছে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।