মাগুরায় সেই ‘শয়তানের বাড়ি’ গুঁড়িয়ে দিল এলাকাবাসী!

মাগুরার শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িকে ‘শয়তানের বাড়ি’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার ওই বাড়ির ইট-কাঠ, দরজা-জানালা থেকে শুরু করে সবকিছু ভেঙে খুলে নিয়ে যায় তারা। বাড়ির গাছপালাও কেটে নেয় অনেকে। এর আগে বৃহস্পতিবার বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল।

জানা যায়, মাগুরার শহরতলি নিজনান্দুয়ালী গ্রামের মাঠপাড়ায় হিটু শেখের বাড়ি। এ বাড়িতেই বেড়াতে এসে ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয়েছিল শিশুটি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজা শেষে বিক্ষুব্ধ লোকজন হিটু শেখের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়।

শুক্রবার দ্বিতীয় দফায় তার বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। বিকাল ৩টায় সেখানে গিয়ে দেখা যায়, শত শত লোক ব্যাপক উৎসাহ নিয়ে বাড়িটি ঘিরে দাঁড়িয়ে আছে। অনেকে হাতুড়ি-শাবল নিয়ে বাড়ির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। কেউ দরজা-জানালাসহ ঘরের বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন। এর আগে সকাল থেকে বাড়ির গাছপালাও কেটে নিয়ে যান কেউ কেউ।

হাতুড়ি হাতে বাড়িটির দেওয়াল ভাঙার কাজে যোগ দেওয়া নিজনান্দুয়ালী গ্রামের মোস্তাক হোসেন বলেন, হিটুর এ বাড়িটি শয়তানের বাড়ি। এ বাড়িতে শিশুকে ধর্ষণ করা হয়েছে। তাই বাড়িটি গুঁড়িয়ে দেওয়াই ভালো।

ধর্ষণের ঘটনায় ৮ মার্চ হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন শিশুটির মা। ওই মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে আসামি করা হয়েছে হিটু শেখের স্ত্রী জাহেদা, দুই ছেলে রাতুল ও সজিবকে। চার আসামিকেই পুলিশ গ্রেফতার করেছে। তারা বর্তমানে মাগুরা কারাগারে আছে।

শিশুটির কবর ঘিরে শোকাহত সহপাঠীরা
শিশুটির সহপাঠীরা শুক্রবার তার কবরে গিয়ে শোক প্রকাশ করেছে। দুপুর ৩টায় শিশুর দাদাবাড়ির ওই কবরস্থানে গিয়ে দেখা যায়, একই বয়সি কয়েকটি শিশু কবর ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখে পানি টলমল করছে। শোকাহত হাসিবুল জানায়, শিশুটি তার সঙ্গে একই বিদ্যালয়ে পড়ত। সে অনেক ভালো ছাত্রী ছিল। একসঙ্গেই তারা স্কুলে যাওয়া-আসা করত। তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না।

এদিকে সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মাগুরার সাবেক সংরক্ষিত মহিলা সংসদ-সদস্য নেওয়াজ হালিমা আরলি, মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা শিশুটির পরিবারের খোঁজখবর নেন। আগামী দিনে অসচ্ছল এ পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

মাগুরা কারাগার ঘেরাও শিক্ষার্থীদের
ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে শুক্রবার দুপুরে মাগুরা কারাগার ঘেরাও করেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর শিক্ষার্থীরা কারাগারের সামনে মাগুরা-ঝিনাইদহ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে তারা সড়ক ছেড়ে কারাগারের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগে কারাগারে স্বামী, সুযোগ কাজে লাগালো ‘পুলিশ’

স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২২ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমত আরা যিনি ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি থেকেছেন। ২২ দিন পর জামিনে বেরিয়ে আবার সেই স্ত্রীর সাথে বসবাস করছেন আনোয়ার হোসেন।

মামলার কি হবে এ বিষয়ে জিজ্ঞেস করলে কিসমত আরো বলেন আমি মামলা প্রত্যাহার করে নেব। তবে স্বামী আনোয়ার হোসেন বলেন আমি এই মামলা চালিয়ে যেতে চাই। স্বামী আনোয়ার হোসেন একটি সাক্ষাৎকারে বলেন অপহরণকারী এবং ধর্ষক নামে আমাকে এখন সবাই চিনছে।

ফ্ল্যাটটি আমার স্থায়ী ঠিকানা, কিন্তু সেখানে আমি এখন মুখ দেখাতে পারছি না। অনুসন্ধানে নিজের স্বামীকে ধর্ষক প্রমাণ করতে যাওয়া ইসমত আরা ইতির প্রতারণার সকল কৌশল ধরা পড়েছে। কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বোন যূথির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায়।

এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানা পুলিশের বাহিরের অজ্ঞাত এক ব্যক্তি অথচ তিনি ক্যামেরায় নিজেকে অসহায় বলে দাবী করেন। পুলিশকে সাহায্য করতে ইতি নিজেই দরজা খুলে নিজের প্রথম ঘরের সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন। এরপর আবার ঘরে ঢুকে নিজেকে ধর্ষিতা বানানো নাটক করেন। তখন সেটি ভিডিও করতে সাহায্য করেন হাতিরঝিল থানার এক পুলিশ সদস্য।

হাতিরঝিল থানায় যোগাযোগ করলে জানা যায় এই পুলিশ সদস্য ইতি পরিবারেরই সদস্য। তবে ইতির পরিবার এই ব্যাপারটি সম্পুর্ন অস্বীকার করেছেন, এমনকি তার নাম সাক্ষীতেও রাখা হয়নি।

তাদের অভিযোগ, প্রথম স্বামীর জমি সংক্রান্ত মামলায় এসআই রাজিব এর সাথে পরিচয় হয় ইতির। ধর্ষণের অভিযোগে মামলা করেন তারা রাজিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা ঠেকাতে স্বামী এবং স্ত্রীর কলহের সুযোগ নিয়ে স্বামীকেই ধর্ষক বানানোর নাটক সাজিয়েছে পুলিশ। তবে যাত্রাবাড়ী থানার এসআই রাজিবের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং বলেন ইতি বারবার তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে।

এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন: সারজিস আলম

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পঞ্চগড়ের উন্নয়নের জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “পঞ্চগড়কে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, “পঞ্চগড়ে যদি কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাধু কার্যকলাপের অভিযোগ থাকে, তবে তা জানালে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে তাদের বদলি করব।”

পঞ্চগড়বাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা যদিও বিভিন্ন দল ও মতের অনুসারী, তবে যদি একত্রিত হয়ে কাজ করি, তবে পঞ্চগড়ের উন্নয়ন সম্ভব হবে।”

সেনাবাহিনীর ৭ মিনিটের ‘আল্টিমেটাম’

গাজীপুরের তেলিপাড়া এলাকার ইস্মোগ সোয়েটার নামক কারখানায় ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই অসন্তোষের কারণে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ থাকার পর, সেনাবাহিনী শ্রমিকদের ৭ মিনিটের আল্টিমেটাম দেয়। সেনাবাহিনীর হুঁশিয়ারির পর ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, “আপনারা দাবিগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে এবং তা চলবে। এতে কোনো সমস্যা নেই। যদি ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকে, তবে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে।

তবে গতকালই শ্রম মন্ত্রণালয় এবং আইজিপি সংবাদ সম্মেলনে বলেছেন যে, এখন থেকে কোনো রোড ব্লক গ্রাহ্য করা হবে না। রোড ব্লক এবং জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।

এদিকে, ওই সেনা কর্মকর্তা আরও বলেন, “আপনার জন্য সময় দেওয়া হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের মধ্যে আপনাদের সাইডে দাঁড়িয়ে যেতে হবে। যদি সড়ক না ছাড়েন, তাহলে আপনার দাবির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আগে রাস্তা ক্লিয়ার করতে হবে। আমি পরিষ্কার বলছি, ৭ মিনিটের মধ্যে রাস্তা না ছাড়লে তা আদেশ ভঙ্গ হবে এবং জনভোগান্তি সৃষ্টি করার জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাবাহিনীর এই কঠোর বক্তব্যের পর, মাত্র ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে সরে যান। দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে এবং শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দেন। এ ঘটনায় সড়ক অবরোধ তুলে নেয়ার পর, এলাকার পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয় এবং শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের দাবির কিছু সমাধানও হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে।’
এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন। চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এবার ৯ বছরের শিশু ধ’র্ষ’ণের ঘটনায় থানা ঘেরাও

মেহেরপুরে ৯ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার আসামি জামিন পেয়ে বাদীকে ব্ল্যাকমেইল করেন। এর প্রতিকার চেয়ে বাদী থানায় অভিযোগ দিলে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) অভিযুক্ত ধর্ষককে বাঁচাতে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে অভিযোগের ভিত্তিতে মেহেরপুর সদর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী ৯ বছরের শিশুকে ধর্ষণ করে মদনাডাঙ্গা গ্রামের বায়েজিদ নামের যুবক। ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে বায়েজিদের সঙ্গী আলামিন হোসন।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত ৯ সেপ্টেম্বর বায়েজিদ, আলামিন ও বরকত আলী নামের তিন জনের নামে আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আসামিরা গ্রেপ্তার হয়ে কয়েক মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হন।

ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বাদীকে মামলা তুলে নিতে বলে আসামিরা। ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকাও দিয়েছে তারা। এরপর এক পর্যায়ে এ ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।

এ ঘটনায় ধর্ষণ মামলার বাদী প্রতিকার চেয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি মীমাংসা জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই সুজয় কুমার উভয়পক্ষকে নিয়ে থানায় বসেন। এ সময় এসআই সুজয় কুমার ধর্ষণ মামলার আসামিদের পক্ষ থেকে বাদীকে চাপ দিতে থাকেন।

ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে খবর পেয়ে থানায় থানায় গিয়ে প্রতিবাদ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তুষার ও সিয়াম। এতে ক্ষিপ্ত হয়ে এসআই সুজয় কুমার থানার মধ্যেই তুষার ও সিয়ামকে মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে থানা ঘেরাও করে প্রতিবাদ করেন। এসআই সুজয় কুমার ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে থানা ও থানার আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সেখানে উপস্থিত হয়ে মেহেরপুর পুলিশ সুপার মাকছুদা খানম বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাখান করেন। তবে শেষ পর্যন্ত ছাত্ররা তিনটি শর্তের মধ্যে এক ঘণ্টা সময় বেধে দেয়।

রাত সাড়ে ১২টার সময় পুলিশ সুপার এসআই সুজয়কে ক্লোজ করার ঘোষণা দিলে ছাত্ররা থানা চত্বর ত্যাগ করে। পুলিশ সুপার মাকসুদা আখতার খানম বলেন, ছাত্রদের দাবি অনুযায়ী উপরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিককে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত অন্য দুজনকে আটক করতে সেনাবাহিনীসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

যা জানা গেল জামায়াত আমির ও নাহিদ ইসলামের সেই ‘ভাইরাল ছবি’ সম্পর্কে

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের চুম্বনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ছবির এ দৃশ্য এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ গ্রুপ’ থেকে দাবি করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ওই দৃশ্যের মতো কোনো কিছু ঘটেনি। এছাড়াও, নাহিদ ইসলামের হাতে ওই অনুষ্ঠানে ঘড়ি না থাকলেও এই ছবিতে ঘড়ি দেখা যায়, তার পাঞ্জাবির কাফ-এ এমব্রয়ডারি করা থাকলেও ওই ছবিতে সেটি নেই।

রিউমর স্ক্যানার টিমের দাবি
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপির ইফতার মাহফিলে নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের চুম্বনের ভাইরাল দৃশ্যটি বাস্তব নয়। বরং, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যতে এআই-জনিত একাধিক অসংগতি পেয়েছে রিউমর স্ক্যানার। এছাড়া, সেদিনের অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ও ছবি পর্যালোচনায়ও এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি।

বিষয়টির সত্যতা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম এনসিপির আয়োজিত ইফতার মাহফিলের বিভিন্ন ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন ছাড়াও, মাহফিলে উপস্থিত ব্যক্তিদের ফেসবুকে শেয়ার করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হয়। তবে কোথাও এমন কোনো দৃশ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

বিশ্বস্ত কোনো সূত্রে এমন দৃশ্যের প্রমাণ না পাওয়ায় রিউমর স্ক্যানার টিম ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করে। পর্যবেক্ষণে বেশ কিছু অসংগতি ধরা পড়ে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

প্রথমত, ছবিতে নাহিদ ইসলাম ও শফিকুর রহমান—দুজনের হাতেই ঘড়ি দেখা যায়। তবে সেদিনের একাধিক ছবি ও ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, নাহিদ ইসলামের হাতে কোনো ঘড়ি ছিল না। দ্বিতীয়ত, ছবিতে শফিকুর রহমানের বাম হাতে একটি আংটি দেখা গেলেও ইফতার মাহফিলের ছবি পর্যবেক্ষণে তার হাতে কোনো আংটির অস্তিত্ব মেলেনি।

এছাড়া, ছবিতে থাকা দুই ব্যক্তির হাতের গঠনে লক্ষণীয় অসংগতি রয়েছে। তুলনা করে দেখা গেছে, হাতের কিছু বৈশিষ্ট্য নাহিদ ইসলামের সঙ্গে আংশিক মিলে গেলেও ৬৬ বছর বয়সী শফিকুর রহমানের হাতের সঙ্গে ছবির হাতের কোনো মিল নেই। বরং, ছবিতে থাকা হাত তুলনামূলকভাবে মসৃণ, বলিরেখাহীন এবং তরুণদের হাতের মতো দেখাচ্ছে। সাধারণত ৬৬ বছর বয়সে হাতের চামড়ায় ভাঁজ ও বলিরেখা দেখা যায়, যা সেদিনের ছবি পর্যালোচনায় শফিকুর রহমানের হাতেও প্রতীয়মান হয়েছে।

এসব অসংগতি দেখে রিউমর স্ক্যানার নিশ্চিত হয় যে ছবিটি আলোচিত ইফতার মাহফিলের কোনো ভিডিওর ওপর এআই প্রযুক্তি প্রয়োগ করে তৈরি করা হয়েছে। অনুসন্ধানের এক পর্যায়ে, ‘Chemical Ali’ নামের একটি ফেসবুক আইডি থেকে একই চুম্বনরত দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়।

পরবর্তীতে, ‘Muhammad Ferdous Pramanik’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১১ মার্চ প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। মূল ভিডিওটিতে দেখা যায়, নাহিদ ইসলাম ও শফিকুর রহমান কেবল চেয়ার বদল করছিলেন। একই ভিডিও সেদিন দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ থেকেও প্রকাশিত হয়েছে।

এছাড়া, সেদিন নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের চেয়ার বদলের পুরো ঘটনার ভিডিও পর্যালোচনা করেও তাদের চুম্বনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, ওই ইফতার মাহফিলের একটি ভিডিও সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে এবং সেটিই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি এনসিপির ইফতার মাহফিলে নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের চুম্বনরত বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

‘মোদি’ কি এক ঢিলে দুই পাখি মারলেন?

রমজান এলেই ব্যবসায়িক চাঙা ভাব দেখা যায় বাংলাদেশ ও কলকাতার নিউ মার্কেটে। একসময় রমজান মাসে নিউ মার্কেটের দোকানগুলো থাকত সরগরম, পা ফেলার জায়গা মিলত না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত বেচাকেনা।

কিন্তু এবার দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। নিউ মার্কেটের অলিগলিতে যেন নীরবতা নেমে এসেছে, কোথাও কোনো কোলাহল নেই। এর পেছনে বড় কারণ ভারত সরকারের নেওয়া কঠোর ভিসানীতি। প্রতিবেশী বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে মোদি প্রশাসনের প্রতিক্রিয়া হিসেবে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়।

পর্যটন ও মেডিকেল ভিসাতেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ফলশ্রুতিতে কলকাতার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম্পার মল—সব জায়গায় বাংলাদেশি ক্রেতার অভাবে বেচাকেনা স্থবির।

ব্যবসায়ীদের মতে, নিউ মার্কেটের মোট ব্যবসার ৫০ থেকে ৫৫ শতাংশ নির্ভর করত বাংলাদেশি ক্রেতাদের ওপর, যা রমজানে আরও বেড়ে যেত। এবার সেই চিত্র উল্টো—হোটেল খালি, দোকান বন্ধ, পরিবহন ব্যবসাও ঝুঁকির মুখে।

কলকাতার প্রায় ১০০টির বেশি হোটেল এবং ৩,০০০ দোকান বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। অনেকে দোকান ভাড়া চালাতে পারছেন না, কেউ কেউ দোকান বন্ধ করতেও বাধ্য হচ্ছেন। ক্ষোভ জমছে ব্যবসায়ীদের মনে, বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই পরিস্থিতি তৈরি করায় মোদি প্রশাসনের ওপর ক্ষুব্ধ অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদি প্রশাসন বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের আশায় এই কৌশল নিয়েছে, কিন্তু এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বড় আঘাত এসেছে।

এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদি সরকারের মধ্যে টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা দ্রুত সমাধান চান, কিন্তু মোদি প্রশাসন তাদের অভিযোগ শুনবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অ’গ্নিকাণ্ড নিয়ে যা জানা গেলো

রাজধানীর বারিধারায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ৫ম তলায় আগুন লাগে। ইউনিটটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়া দেওয়া ছিল।

প্রতিবেশীরা হঠাৎ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটতে পারে।

কী ঘটেছিল সেই রাতে? কান্নাজড়িত কণ্ঠে লো’মহর্ষক বর্ণনা দিলেন আছিয়ার ‘মা’

মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা। বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। এরপর দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে।

মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েক দিন ধরেই নাড়ি ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছিলেন তার মা।

তিনি বলেন, ‘আমার মণি যেভাবে মরছে, আমার মণি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে, আমি তারও (অপরাধীর) ফাঁস দিয়ে বিচার চাই। (তার) এ রকম মৃত্যু চাই আমি, আমার মণির যেমন বেলেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দেসে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওরে যেন ওইরকম ফাঁসি দিয়ে মারে। ও রকম যেন ওরে বেলেড দিয়ে কাটে। আমার মেয়েটারে যে কষ্ট দিছে না? আমি তারেও এরকম দেখতে চাই।’

সেদিনের ঘটনা প্রসঙ্গে শিশুটির মা বলেন, ওর আপার বাড়িতে যাওয়ার পর, ওর আপাকে ধরে মেরেছিল। তখন আছিয়া বলেছিল, সে বাড়িতে গিয়ে সব বলে দেবে। এরপরই সেই রাতে এ রকম ঘটনা ঘটেছে। বড় মাইয়াটারে ইচ্ছা মতো মেরে আলাদা ঘরে থুইয়া দিছিল। পরে রাত ১১টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলসে আমার মণি অসুস্থ। আমি গিয়ে দেখি সদর হাসপাতালে ভর্তি করাইছে। তারে রাইখে পলাইছে ওই মহিলা।

গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর ৭ মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।

গত ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চার জনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলার চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য এরইমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয়। একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেয়া হয়।